News:

টাংগাইল জেলার বাসাইল উপজেলাধীন ১ নং ফুলকী ইউনিয়নের উত্তর-পশ্চিমের কালিহাতী ও টাংগাইল সদর উপজেলার সীমানা ঘেসে ঝিনাই নদী বিধৌত সবুজ শ্যামলে ঘেরা ছায়া সুনিবিড় প্রকৃতি মায়ের অফুরন্ত স্নেহের দানে পুষ্ট হয়ে দাড়িয়ে আছে ঐতিহ্যবাহী আইসড়া গ্রাম। সৃষ্টির উষালগ্নে িএই এলাকাটিতে ছিল প্রচুর ফলজ ও বনজ বৃক্ষের অরণ্যে ঘেরা নিবিড় ছায়া, প্রকৃতিতে বিরাজিত ছিল পূর্ণ ভারসাম্যতা। কর্মক্লান্ত মানুষগুলো একটু ক্লান্তি দূর করার জন্য একটু আরাম বা আয়েশ করার জন্যে আশ্রয় নিত ছায়া সু-নিবিড় অরণ্যে বা আড়ার ছায়া তলে। সম্ভবত আয়েশের এই আড়া থেকেই এ গ্রামটির নাম হয়েছে আইসড়া। ঐতিহ্যবাহী এই গ্রামেই প্রায় সাড়ে ছয় যুগ পূর্বে আইসড়ার সৈয়দ বাড়ী থেকে স্থানান্তরিত হয়ে 1929 সালে প্রতিষ্ঠিত হয়, এই আইসড়া উচ্চ বিদ্যালয়।